Thursday 15 November 2018

স্ত্রীজনন অঙ্গের পরিচয়



স্ত্রী রোগ বিষয়ে আলোচনার  আগে প্রতিটি মানুষের স্ত্রী জননাঙ্গ বা মহিলাদের যৌনাঙ্গের ( female reproductive organs   or female genitals ) বিষয়ে যথাযত পরিচয় জানা  দরকার ।


    একই সঙ্গে তাদের ঋতুস্রব বা মাসিক ঋতুচক্র    বিষয়, ও গর্ভ সংক্রান্ত পদ্ধতি বিষয়ে বিস্তারিত জানা দরকার এ বিষয়ে তাদের এবং পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত জানা দরকার ।‌ এ বিষয়ে যথার্থ জ্ঞান না থাকলে ঠিক মত ধারণা হয় না । পুরুষদের জনন ইন্দ্রিয় বা যৌনাঙ্গের থেকে মহিলাদের যৌনাঙ্গের গঠন জটি (এটা সম্ভবত মহিলাদের সন্তান ধারণের বোঝা বহনের জন্য হয়েছে ) । মহিলাদের জনন ইন্দ্রিয়ের রোগ ও পুরুষদের থেকে অনেক জটিল এবং নানাবিধ হয়ে থাকে ।               
    পুরুষদের মত মহিলাদের জনন ইন্দ্রিয়ে কিছু অংশ  দেহের ভেতরে থাকে অর্থাৎ পেলভিস বা বস্তি কোটরে অবস্থিত  ও কিছু অংশ বস্তি কোটরের বাইরে অবস্থিত । দেহের বাইরের স্ত্রীজননেন্দ্রিয়ের যে অংশ আছে তাকে বলা হয় বহিজননেদ্রীয় ( external sex organs ) এবং দেহের ভিতর অর্থাৎ বস্তি গহ্বরের ভিতরে  যে অংশ  আছে সেই অংশকে বলা হয় অন্তজননেদ্রিয় (internal sex organs ) ।  এই প্রসঙ্গে বলা যেতেই পারে যে মহিলাদের স্তনদ্বয়কেও  বহির জনন অঙ্গ হিসেবে বহির জনন অঙ্গ হিসেবে ধরা হয় । এ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে ।


Monday 12 November 2018

গাইনেকোলজি ও অবস্টেট্রিক্স

গাইনেকোলজি কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে চিকিৎসা বিজ্ঞান ও ঔষধের যে শাখায় স্ত্রী জননেন্দ্রিয় বা যৌনাঙ্গের রোগ সম্বন্ধে আলোচনা করে ।
     সাধারণভাবে গাইনেকোলজি বলতে আমরা মহিলাদের জনন অঙ্গ বা যৌনাঙ্গের যন্ত্রাদি সম্বন্ধে  বুঝে থাকি ।


    আর এই স্ত্রী জনন যন্ত্রাদি বিষয়ে রোগ কে গাইনেকোলজিক ডিজঅর্ডার অর্থাৎ স্ত্রী   জননেদ্রিয় সংক্রান্ত রোগ কে বোঝায় ।                                     অবস্টট্রিক্স কথার আক্ষরিক অর্থ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে ঔষধ এর যে শাখায় অন্তঃসত্বা বা গর্ভাবস্থা ও প্রসব এবং প্রসবোত্তর সময়ের অবস্থা, তথা সুতিকা বিষয় অর্থাৎ প্রসবের পর 6 সপ্তাহ পর্যন্ত আঁতুড়ঘরে থাকাকালীন সময় নিয়ে আলোচনা । চলতি কথায় যাকে আমরা ধাত্রী বিদ্যা বলে থাকি ।
    সাধারণ ভাবে স্ত্রীরোগ বলতে আমরা সাধারণত গাইনে ও অবস্টেট্রিক্স এই দুটি বিষয় সংক্রান্ত রোগের কথা  বুঝি ।