Monday 14 June 2021

৪/ ডিম্ববাহী নালীদ্বয় :-

 ৪/ ডিম্ববাহী নালীদ্বয় :-

    জরায়ুর উপরিভাগের ফান্ডাস অংশের দুই প্রান্ত থেকে মনে যেখানে ফান্ডাস ও বডি মিলিত হয়েছে সেই অংশের দুই পাশ থেকে শিং- এর মত দুটি  লম্বা ও সরু নালী বেরিয়ে ডিম্বাশয় দুটির সামনে ডালপালা ছড়িয়ে আছে, তাদের বলে ডিম্ববাহী নালী বা ফ্যালোপিয়ান টিউব বা কালল নল । 

    এখানে জেনে রাখা দরকার যে, জরায়ুর দুপাশ দিয়ে এবং দু'পাশের দুটি ফ্যালোপিয়ান টিউবের তলা দিয়ে অনেকটা বাদুড়ের পাখনার মতন দেখতে পেরিটোনিয়াম পর্দা দিয়ে তৈরী যে ব্রড লিগামেন্ট বা চওড়া বন্ধনী বের হয়ে এসে পেলভিসের দুই পাশের দেওয়ালে যুক্ত থাকে সেই বন্ধনী জরায়ুকে দুই পাশ দিয়ে ট্নে বস্তি গহ্বরেররে সাথে আটকে রাখে । এই ব্রড লিগামেন্টের  যে অংশ দ্বারা ইউটারিন যুক্ত থাকে তাকে বলে মেসোস‍্যলপিংক্স আর যে অংশ দ্বারা জরায়ু আটকে থাকে তাকে বলে মেসোমেট্রিয়াম এবং যে অংশ দ্বারা ডিম্বাশয় দুটি আটকানো থাকে তাকে বলে মেসোওভারিয়াম ।

    প্রতিটা ফ্যালোপিয়ান টিউব প্রায় 3 থেকে 4 ইঞ্চি লম্বা এবং 1/4 ইঞ্চির মত মোটা । এই ফ‍্যালোপিয়ন টিউবের একদিকে প্রান্ত বা এক দিকের মুখ জরায়ুর সাথে যুক্ত এবং এই মুখটি খুব সরু হয় । নলের অন্য মুখ খোলা থাকে এবং সেই মুখ দিয়ে পেরিটোনিয়াম ক্যাভিটিতে এসে উনমুক্ত হয়েছে । অর্থাৎ খোলা অন্য মুখটি পেরিটোনিয়াম গহ্বরে থেকে ।  এই খোলা দিকের প্রান্তটি ফানেলের মত প্রসারিত । সরু সরু  অনেকগুলো অংশ এই মুখের চারপাশ থেকে বেরিয়ে ফানেল বা ঝালরের মতন প্রসারিত হয়ে পেরিটোনিয়াম ক‍্যাভিটিতে ঝুলে থাকে । এই ভাবে খোলা প্রান্তটি বড় অপসারিত হয়ে থাকার ফলে ডিম্বকোষ থেকে বের হওয়া ডিম্বাণু সহজেই ঢুকে পড়তে পারে ।  ফ্যালোপিয়ান টিউবের  এই ফানেল বা ঝালরের  মত অংশটি কে বলে ফিমব্রীয়েটেড এন্ড । এই ফানেলের মত অংশ অংশের উপরে অর্থাৎ চওড়া  অংশকে বলে  Ampula, এবং ফ‍্যালোপিয়ান টিউবের যে সরু অংশ গিয়ে জরায়ুতে যুক্ত হয়েছে তাকে বলা হয় Isthmus বা যোজক ।




No comments:

Post a Comment